বৃহস্পতিবার শুরু হচ্ছে স্কুল হ্যান্ডবল

খেলা

 বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে “পোলার আইসক্রীম ২৬তম স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট (বালক ও বালিকা) ২০১৯’’।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ঢাকা মহানগরীর মোট ৩৭টি (বালক-১৯এবং বালিকা-১৮) স্কুল অংশ নিচ্ছে। বালক ও বালিকা উভয় বিভাগেই ছয়টি করে গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে দলগুলো।
টুর্নামেন্ট উপলক্ষে ফেডারেশনের কার্যালয়ে আজ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস.এম. খালেকুজ্জামান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোলার আইসক্রীম-এর মার্কেটিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্ণামেন্ট কমিটির সম্পাদক বালক বিভাগের মো: সেলিম মিয়া বাবু এবং বালিকা বিভাগের সম্পাদক পারভিন পুতুল সাংবাদিকদের বিভিন্নœ প্রশ্নের উত্তর দেন।
প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লি:-এর ব্যবস্থাপনা পরিচালক নাজীম উদ্দিন আহমেদ।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছেÑ
(বালক): সনিডেল স্কুল, কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, শহীদ শেখ রাসেল সরকারী উচ্চ বিদ্যালয়, নারিন্দা, সরকারী উচ্চ বিদ্যালয়, সাউথ ব্রীজ স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, রাজধানী আইডিয়াল স্কুল, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, সেন্ট গ্রেগরী স্কুল, ধানমন্ডি টিউটোরিয়াল, হীড ইন্টারন্যাশনাল, স্কলাস্টিকা(উত্তরা), স্কলাস্টিকা(মিরপুর), মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল এন্ড কলেজ।
বালিকা: ভিকারুন-নিসা স্কুল এন্ড কলেজ, ধানমন্ডি টিউটোরিয়াল, হীড ইন্টারন্যাশনাল, স্কলাস্টিকা(উত্তরা), স্কলাস্টিকা(মিরপুর), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাষনাল স্কুল এন্ড কলেজ, সাউথ ব্রীজ স্কুল, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, সিদ্বেশরী উচ্চ বালিকা বিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, সানিডেল, শহীদ শেখ রাসেল সরকারী উচ্চ বিদ্যালয়, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, উত্তরা গার্লস হাই স্কুল, রাজধানী আইডিয়াল স্কুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *