হিলি প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর
রহমানের আয়োজনে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আজ বুধবার দুপুরে জাতীয় উদ্যান সংলগ্ন আশুরার বিলে বন ভোজন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ দবিরুল ইসলাম ,বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ,মিডিয়া কর্মী ওই বন ভোজনে উপস্থিত ছিলেন।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন
হিলি প্রতিনিধি
