সোনাইমুড়ীতে ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ক্রাইম রিপোর্ট


জসিম উদ্দিন, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীর ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবি) ব্যাংক
রিয়াজ আহমেদের বিরুদ্ধে অর্থ আত্নসাৎ, গ্রাহক হয়রানি ও ক্ষমতার
অপব্যবহারের অভিযোগ উঠেছে।
এ সংক্রান্ত বিষয়ে সোনাইমুড়ীর পৌর এলাকার ইমা প্লাজার কাপড়
ব্যবসায়ী রফিক ইউসিবি ব্যাংকের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ ও একাধিক গ্রাহকদের সাথে আলাপকালে জানা যায়, উপজেলার সোনাইমুড়ী বাজারের মোতালেব প্লাজায় দীর্ঘ ৩ বছর পূর্বে ইউসিবি ব্যাংকে ম্যানেজার হিসেবে যোগদান করেন রিয়াজ আহমেদ ।


তিনি এ শাখায় যোগদান করেই ব্যাপক অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে
পড়েন। তার বিরুদ্ধে গ্রাহক হয়রানি, গ্রাহকদের সঞ্চিত অর্থ আÍসাৎ ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। উপজেলার পৌর এলাকার স্টেশন রোডস্থ মিয়াজি কোকারিজের স্বত্বাধিকারী ও ইউসিবি ব্যাংকের গ্রাহক আলা উদ্দিন জানান, এ ব্যাংকের সোনাইমুড়ী শাখায় তার সিসি একাউন্ট রয়েছে। তিনি বিগত মার্চ মাসে ঐ ব্যাংক থেকে লোন নেন। লোন নিতে ব্যাংক ম্যানেজার রিয়াজ আহমেদ ইনস্যুরেন্স করার নাম করে তার
একাউন্ট থেকে ৬১ হাজার টাকা কর্তন করে আত্নসৎ করেন।
উপজেলার পৌর এলাকার ইমা প্লাজার কাপড় ব্যবসায়ী রফিক জানান, সে ৯ লক্ষ টাকা লোন নিলে ইনস্যুরেন্স করতে ব্যাংক ম্যানেজার তার একাউন্ট থেকে ১১ হাজার ২ শত টাকা কর্তন করেন। কিন্তু তার ইনস্যুরেন্সে জমা হয়েছে ২৫ শত টাকা। বাকী টাকা ব্যাংক ম্যানেজার আত্নসৎ করেছেন। এ নিয়ে সে ব্যাংকে গিয়ে প্রতিবাদ করলে ব্যাংক ম্যানেজার ক্ষমতাসীন দলের কতিপয়
লোকজন এনে তাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন।
একইভাবে উপজেলার সোনাইমুড়ী বাজারের ব্যবসায়ী নোমান জানান, তার সোনাইমুড়ীর ইউসিবি ব্যাংকে সিসি একাউন্ট রয়েছে। সে লোন নিতে ২৫ হাজার টাকা ব্যাংক ম্যানেজার নিয়েছেন।
সোনাইমুড়ী পৌর এলাকার ইউসিবি ব্যাংক ম্যানেজার রিয়াজ আহমেদের মুঠোফোনে বক্তব্য নিতে কল দিলে তিনি উক্ত অভিযোগের সত্যতা স্বীকার না করে বলেন, আপনারা গ্রাহকদের কাছে গিয়ে তথ্য নিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *