শাহাদাৎ সাভার প্রতিনিধিঃ ঢাকার অদূরে সাভারের পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেলে সাভারের ভাগলপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্ল্যা,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলস সমরসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।প্রতিবাদ সমাবেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবিলম্বে আব্দুল মজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।উল্লেখ্য পূর্ব শক্রুতার জের ধরে গত কয়েকদিন আগে সাভারের কোর্টবাড়ি এলাকায় আব্দুল মজিদকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এঘটনায় এ মামলায় একজনকে আটক করলেও মামলার মুল আসামী সন্ত্রাসী নেকাইল মেম্বারকে আটক করতে পারেনি পুলিশ। তবে আসামিদের দুর্ত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়াছেন সাভার মডেল থানা পুলিশ।
