শাহাদাৎ হোসেন আশুলিয়া পিবিএ,ধামরাই: বেতন ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ধামরাইয়ের তালতলার দি ইমাকোলেট টেক্সটাইল লিঃ কারখানার পোশাক শ্রমিকরা। গত (১৮ সেপ্টেম্বর ) বুধবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলাপুরের বাটার গেইট এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা।এ সময় রাস্তার দুপাশে প্রায় ৬-৮ কিলোমিটার পর্যন্ত রাস্তায় যান ঝটের সৃষ্টি হয়,৩০ মিনিট বিক্ষোভের পর ধামরাই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কারখানার শ্রমিকদের গত ৩ মাসের বেতন পরিশোধ না করায় খুবই অসহায় হয়ে পড়েছে,এর মধ্যে অনেক শ্রমিক রয়েছে যাদের ৬ বা ৭ মাস পর্যন্ত বেতন বাকি রয়েছে,বাড়ি ভাড়া দিতে না পাড়ায় বাড়ি থেকে বের করে দিচ্ছে বাড়ির মালিকরা এমন কি বাজার করার টাকা বিভিন্ন লোকের কাছ থেকে ধার করে আনছে এমন অনেক অভিযোগ জানায় শ্রমিরা।
পরে ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা ঘটনা স্থানে এসে কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সাথে কথা বলে,আগামী ২৬ তারিখ বৃহস্পতিবারের মধ্যে ৩ মাসের বেতন না পারলে অন্তত ২ মাসের বেতন পরিশোধ করবে বলে আস্থস্ত দিলে শ্রমিকরা সকলেই চলে যান