ইসরাইলের সাধারণ নির্বাচনের সরকারি ফলাফল চলতি সপ্তাহে ঘোষিত হতে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার ইসরাইলের নির্বাচন কমিটির ফলাফলে দেখা গেছে, বেনি গানটজের দল এগিয়ে থাকলেও তারা সংখ্যাগরিষ্ঠ কোয়ালিশন সরকার গঠনে সক্ষম নয়। খবর এএফপি’র।
নির্বাচন কমিটির ফলাফলে দেখা গেছে, গানটজের বামপন্থী দল নীল ও সাদা ৩৩ সীট পেয়ে এগিয়ে। এদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি পেয়েছে ৩১ সিট।
এতে আরো বলা হয়েছে, বুধবার সর্বশেষ ফলাফল প্রকাশিত হবে।
