বরগুনায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সারাদেশ

জেলার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের সোবাহান খান (৩৫) ও ইউসুফ খান (৩০) নামে দুই ভাই আজ বজ্রপাতে নিহত হয়েছেন।
গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মৃত ইউনুস আলী খানের দুই পুত্র সোবাহান ও ইউসুফ আজ শুক্রবার দুপুরে খেকুয়ানী বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় তারা ডালাচারা গ্রামের জালাল চৌকিদার বাড়ির দরজায় রেইন্ট্রি গাছের নিচে আশ্রয় নেন। তখন হঠাৎ ওই গাছে বজ্রপাত হলে তার নিচে অবস্থানকারী সোবহান ও ইউসুফ ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, বৃষ্টি শেষে স্থানীয় লোকজন বজ্রপাতে পুড়ে যাওয়া গাছ দেখতে এসে দুইটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। তারা মৃত দুই ব্যক্তিকে চিনতে পেরে তাদের বাড়িতে খবর দেয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
আমতলীর উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন জানান, বজ্রপাতে নিহত দুই ব্যক্তির পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *