জসিম উদ্দিন, সোনাইমুড়ী ( নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে ছাত্রলীগের দু’গ্রুপে আধিপাত্ব বিস্তারকে কেন্দ্র করে বিগত ৪ দিন ধরে দপায় দপায় সংর্ঘষে শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় শনিবার পর্যন্ত থানায় বিভিন্ন অভিযোগে ৪টি মামলা রুজু করা হয়েছে। আসামী করা হয়েছে ছাত্রলীগের প্রায় দু’শতাধিক নেতাকর্মী। অপর দিকে গ্রেফতার আতঙ্কে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবক লীগ ও
ছাত্রলীগের নেতাকর্মীরা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জান গেছে।
সোনাইমুড়ী থানা সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী থানার এসআই নাজমুল হাসান বাদী হয়ে পুলিশের উপর হামলা ও কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগ নেতা ও ভানুয়াই গ্রামের জাবেদ মোল্লার ছেলে শাখাওয়াত হোসেনকে ১নং বিবাদী করে
এজাহার নামীয় ৯ জনকে উল্লেখিত আসামী করে ৭০/৮০ জন কে অজ্ঞাত নামা বিবাদী করে মামলা দায়ের করেন। এই মামলায় শনিবার রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
রামপুর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ও আজিজ ব্যাপরীর ছেলে স্বপনসহ ৭ জনকে আটক করা হয়। উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক ও ভানুয়াই গ্রামের আবদুল
মান্নানের ছেলে আবু ছায়েম বাদী হয়ে উপজেলা ছাত্রলীগ কর্মী ও ভানুয়াই গ্রামের কাউন্সিলর জহিরুল ইসলাম ভূইয়া ছেলে মোঃ রিয়াজকে ১নং বিবাদী করে এজাহার নামীয়
১১ জনকে উল্লেখিত ও ২০/৩০ জনকে অজ্ঞাত নামা বিবাদী করে একটি মামলা দায়ের করেন।
উপজেলার ভানুয়াই গ্রামের এবাদ উল্যার ছেলে আওয়ামীলীগ নেতা সেহাব উদ্দিন শেপু বাদী হয়ে একই গ্রামের সাহেব আলীর ছেলে ছাত্রলীগ নেতা ইমরান হোসেনকে বিবাদী করে
১৮জন কে উল্লেখিত ১০/২০ জনকে অজ্ঞাত নামা বিবাদী করে একটি মামলা দায়ের করেন। উপজেলা ছাত্রলীগ কর্মী ও ভানুয়াই গ্রামের কাউন্সিলর জহিরুল ইসলাম ভূইয়ার ছেলে
নাজমুল হোসাইন রিয়াজ বাদী হয়ে উপজেলা স্বেচ্চসেবক লীগের আহবায়ক আবু সায়েমকে ১নং বিবাদী করে ১০ জনকে উল্লেখিত ও ২০/২৫ জনকে অজ্ঞাত নামা বিবাদী করে
একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, বিগত ১৮ সেপ্টেম্বার মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিম সমর্থকরা সোনাইমুড়ী বাজারে আধিপাত্ব বিস্তারের জের ধরে হামলা চালিয়ে
উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাংচুর করে। এই নিয়ে ১৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে
পুনরায় সোনাইমুড়ী বাজারে পাঞ্জেগানা মসজিদের সামনে দু’গ্রপে হামলা চালিয়ে
উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ছায়েম, ওসি আবদুস সামাদ ও ছাত্রলীগের ২০ নেতা
কর্মীকে আহত করে।
সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দলীয়
কোন্দলের জের ধরে ছাত্রলীগ দু’গ্রপে কয়েক দিন ধরে দপায় দপায় সংর্ঘষের ঘটনা ঘটিয়েছে। বর্তমানে একে অপরের বিরুদ্ধে মামলা দিচ্ছে। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে পালিয়ে
বেড়াচ্ছে। সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ থানায় এই ঘটনায় ৪টি মামলা রুজু হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
