বাঘায় ইউপি নির্বাচনে বিএনপির ৪প্রার্থী হলেন যারা।

রাজনীতি

এম ইসলাম দিলদার বাঘা,রাজশাহী।

রাজশাহীর বাঘা উপজেলায় দীর্ঘ ১৬বছর পরে আগামী ১৪অক্টোম্বর বাঘা উপজেলার ৪টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অনেক আগে প্রকাশ করলেও, বিএনপির ক্ষেত্রে প্রার্থীতা চুড়ান্ত ঘোষনার জন্য করা হয়েছে চুল-ছেড়া বিশ্লেষন।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনগণের ভোটের দাবি রাখলেন চারঘাট-বাঘার মানুষের  অন্যতম  সংগঠক জননন্দিত আব সাইদ চাঁদ।
তিনি বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাথে বার বার মিটিং করে, তৃণমূলের মাঝে নিজে গিয়ে যাচাই-বাছায় করেন কার অবস্থান কতটুকু। অবশেষে তৃণমূলের রায়ে মাঠ জরিপের পর ভিত্তি করে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা করেন তিনি। ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিএনপির সমর্থন পেলেন তারা হলেন:-১নং বাজু বাঘা ইউনিয়নের- এ্যাডঃ ফিরোজ আহমেদ রন্জু,২নং গড়গড়ী ইউনিয়ন- মোঃ মাসুদ করিম টিপু,
৩নং পাকুরিয়া ইউনিয়ন- ফকরুল হাসান বাবলু,৪নং মনিগ্রাম ইউনিয়ন- সাবেক ইয়ার উদ্দীনের ছেলে মজিবুর রহমান জুয়েল।উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বিজয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক  আবু সাইদ চাঁদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *