এম ইসলাম দিলদার বাঘা,রাজশাহী।
রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা গ্রামের সোয়াবুর রহমানের বিরুদ্ধে তার মা-ভাবিকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে সোয়াবুর রহমান তার মা মর্জিনা বেগম ও তার ভাবি দোলেনা বেগমকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে বলে জানা গেছে। তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ঝিনা সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে , ওই গ্রামের মৃত সাজদার রহমানের দুই ছেলে মিজানুর রহমান ও সোয়াবুর রহমানের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। শনিবার সকালে বাড়ির কাজের জন্য রাজ মিস্ত্রি নিয়ে আসে সোয়াবুরের ভাই মিজানুর রহমান। এ সময় সোয়াবুর রহমান তার কাজে বাধা দেয়। এ নিয়ে দুই ভাইয়ের কথাকাটাকাটির এক পর্যায়ে সোয়াবুর রহমান ধারালো হাসুয়া নিয়ে মিজানুর রহমানকে আক্রমন করে। তাকে রক্ষা করতে গিয়ে ওই হাসুয়ার কোপে আহত হয় মিজানুর রহমানের মা মর্জিনা বেগম ও স্ত্রী দোলেনা বেগম।মিজানুর রহমান জানান,নিজ অংশের জমিতে কাজ করার জন্য মিস্ত্রীকে কাজে লাগিয়েছিলেন। তাতে বাঁধা দেয় তার ভাই সোয়াবুর রহমান। এর আগেও জমিজমার বিষয় নিয়ে হত্যার হুমকি দিয়েছিলল সোয়াবুর। নিরাপত্তা চেয়ে গত ১৮ সেপ্টেম্বর মিজানুর সোয়াবুরের বিরুদ্ধে বাঘা থানায় একটি সাধারণ জিডি করেছি। সোয়াবুর রহমানের দাবি ভাগ বাটোয়ারা না করে মিন্ত্রী দিয়ে কাজ করাচ্ছিল। সেই কাজে বাঁধা দিতে গিয়ে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাধারণ জিডির বিষয়টিও তদন্ত করা হবে বলে জানান ওসি।