নড়াইলে নাসের অত্যাচারে রাগী মৃত্যুর পথ পথযাত্রী

স্বাস্থ্য

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ শনিবার(২১,সেপ্টেম্বর) নড়াইলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর নার্স ভয় ভিতি দেখিয়ে
জোর করে রোগী ও তার স্বজনদের মনে আতং ঢুকিয়ে রোগীকে হাসপাতাল ছাড়তে বাধ্য করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার থেকে জানাযায়, নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের বাগডাঙ্গা সারোল গ্রামের আবজাল মলি­কের ছেলে তাজরুল মলি­ক
ডেঙ্ধসঢ়;গু জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ডাঃ কামরুল হাসান এবং আর এম ও ডাঃ আব্দুলাহ আল মামুন রোগীর সকল পরীক্ষা
নিরীক্ষা দেখে চিকিৎসা পত্র লিখেদেন এবং ডাক্তার হাসপাতাল থেকে ওই রোগীকে ঔষুধ চালাতে বলেন। আমাদের নড়াইল জেলা
প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, কিন্তু রাত ৮টায় যখন নার্স কল্পনা ঘোষ ও সাধনা ভৌমিক ডিউটিতে আসে দেখে ডেঙ্ধসঢ়;গু রোগী
রাতে নিজেদের ঘুমের অসুবিধা করবে মনে করে অসহায় গরিব রোগীকে হাসপাতাল ছাড়তে বলে। নার্স কল্পনা ঘোষ ও সাধনা ভৌমিক
রোগী ও তার স্বজনদেরকে বিভিন্ন ভয় ভিতি দেখিয়ে তাদেরকে হাসপাতাল ছাড়তে বাধ্য করেছে। এর ফলে এই গরীব অসহায় রোগী
আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কারণ গরীব রোগীদের পক্ষে বাইরে গিয়ে চিকিৎসা করানো অনেক
কষ্টসাধ্যব্যাপার। এ ব্যাপারে নার্স কল্পনা ও সাধনা বলেন আমাদেরকে ইনচার্জ বলেছেন, ডাঃ দেবাশিষ এর সাথে ফোনে কথা বলতে ।
ডাঃ দেবাশিষ এর কথা মত আমরা কাজ করেছি। তবে আমাদের কাছে কোন লিখিত কাগজ নাই। ভর্তি রেজিষ্ট্রারে কোন ডাঃ
রোগীকে রেফার্ড করেছে তার কোন তথ্য দিতে পারেনি নার্স কল্পনা ও সাধনা। তবে এ রকম নেক্কার জনক ঘটনার বিচার চায় রোগীর
স্বজনরা ও এলাকাবাসি। এ বিষয়ে কথা হয় নড়াইলের লোহাগড়া হাসপাতালের আর এম ও ডাঃ আব্দুল­াহ আল মামুনের সাথে । তিনি বলে
এই দুই নার্স ডাক্তারের আদেশ অমান্য করে এই ডেঙ্ধসঢ়;গু রোগীকে যদি হাসপাতাল ছাড়তে বাধ্য করে থাকে তা হলে ঠিক করে নাই।
আমরা চাই এলাকার গরীব অসহায় রোগীদের এই হাসপাতালেই উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করতে। কেউ যদি এটাকে
বাধাগ্রস্থ করে তাদের বিরুদ্ধে তদন্ত পুর্বক ব্যাবস্থা নেয়া হবে। নড়াইলের সিভিল সার্জন ডাঃ নুপুরকান্তি দাশ বলেন, নার্স রোগী
রেফার্ড করতে পারে না। রোগীর অবস্থা খারাপ হলে নাসের উচিৎ ডাক্তারকে জানানো। এই ডেঙ্ধসঢ়;গু রোগী হাসপাতাল থেকে যদি নার্স
মোটিভেশন করে হাসপাতাল ছাড়তে বাধ্য করে তাহলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাজরুল মলি­ক ডেঙ্ধসঢ়;গু
জ¦রে আক্রান্ত হয়ে ১৫ সেপ্টম্বর নড়াইলের লোহাগড়া হাসপাতালে ভর্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *