উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ শনিবার(২১,সেপ্টেম্বর) নড়াইলে ইয়াবা ট্যাবলেট বিরোধী অভিযান চালিয়ে ইউএনও
অফিসের সহায়ক (পিয়ন) কে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের নিরিবিলি পিকনিক স্পট এলাকায় বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অভিযান
চালিয়ে নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী টুটুুল শিকদারকে
২৩পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, টুটুুল নড়াইলের লোহাগড়া
উপজেলা পরিষদের অফিস সহায়ক (পিয়ন) পদে চাকুরী করেন। তিনি নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ থেকে কয়েকদিন আগে বদলি হয়ে
নড়াইলের লোহাগড়ায় উপজেলা পরিষদে এসেছেন। নড়াইলের কালিয়া উপজেলায় থাকা কালিন তার বাসা বাড়িতে ইয়াবা বেচাকেনা
করতেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলার তৎকালিন নির্বাহী অফিসার টুটুুল শিকদারের বাসা বাড়িতে অভিযান চালায়। অভিযানে
৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করে নড়াইলের কালিয়া থানা পুলিশের কাছে হস্থান্তর করেন। নড়াইলের পুলিশ সুপার
(এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়। থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই
আতিকুজ্জামানের নেতৃত্বে সংগীয় এএসআই জাহিদুল ইসলাম, কনস্টেবল সাইফুল ইসলাম ও জয় কুমার পৌর শহরের নিরিবিলি
পিকনিক স্পট এলাকায় অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া শিকদারের ছেলে
মাদক ব্যবসায়ী টুটুল শিকদারকে ২৩পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন। নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ
মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত টুটুল সরকারী চাকুরীর আড়ালে দির্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেটর ব্যবসা করে
আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
