এম সাঈদ, বেনাপোল / শার্শা ।।
যশোরের শার্শার হাড়িখালী থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী মাঠের পশ্চিমপাশের একটি আমবাগানের ভেতর থেক লাশটি উদ্ধার করা হয়। তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে একটি বোতল পাওয়া গেছে। তার নাকে-মুখে রক্ত লেগে আছে। সে আতহত্যা করেছে না তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পুলিশ সেটা নিশ্চিত করতে পারিনি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হয়নি। এব্যাপারে
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রহিম হাওলাদার বলেন লাশটি ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যদি কেউ লাশটির পরিচয় পেয়ে থাকেন তাহলে তার পরিবারের লোকজনদেরকে নিয়ে শার্শা থানা অথবা বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে যোগাযোগ করলে তাদের কাছে লাশটি দিয়ে দেওয়া হবে।
