সব নায়িকাদের ছাড়িয়ে ভারতের প্রভাবশালী নারী আনুশকা শর্মা –

বিনোদন

গ্ল্যামার আর অভিনয় দিয়ে অনেক দিন ধরেই বলিউড মাতিয়ে আসছিলেন আনুশকা শর্মা। এবার শুধু অভিনয় জগতে নয়, ভারতে সবচেয়ে প্রভাশালী নারীদের তালিকায় উঠে আসলো এই নায়িকার নাম। এই প্রথম বলিউডের কোনো নায়িকা নাম উঠলো ফরচুন ইন্ডিয়ার ‘পাওয়ারফুল ওম্যান’ এর তালিকায়।আনুশকা এমন এক বলিউড অভিনেত্রী যিনি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাতেও সমানভাবে সফল ৷ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাতেও সবার থেকে এগিয়ে আনুশকা শর্মা ৷ এই সবের বিচারেই ফরচুনের তালিকায় উঠলো আনুশকা শর্মার নাম।

আনুশকা শর্মাকে শেষবারের মতো সিনেমার পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানের ‘জিরো’তে। বক্স অফিসে ‘জিরো’ তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর আর কোনো সিনেমায় সাইন করেননি তিনি।বর্তমানে আনুশকার বেশিরভাগ সময় কাটছে স্বামী বিরাট কোহলির সঙ্গে। পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মসের ব্যানারে সিনেমা নির্মাণের ব্যাপারে বেশি মনোযোগী হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *