জসিম উদ্দিন, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে অনৈতিক অবস্থায় প্রেমিক-প্রেমিকাকে
আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার আমিশাপাড়া
ইউনিয়নের পদিপাড়া গ্রামের সড়কে।
স্থানীয় এলাকাবাসীসূত্রে জানা যায়, উপজেলার ধন্যপুর গ্রামের আবদুল
মতিনের স্কুল পড়–য়া মেয়ে সেলিনা আক্তার সুমির সাথে পার্শ্ববর্তী
কৌশল্যারবাগ গ্রামের আনোয়ারুল বাছিরের ছেলে সালমানের সাথে
প্রেমের স¤পর্ক রয়েছে। এরই সূত্র ধরে মঙ্গলবার বেলা ১২টার দিকে স্থানীয়
আলী আকবর উচ্চ বিদ্যালয় থেকে ছাত্রী সুমি ঐ ছেলের সাথে পালিয়ে
গিয়ে আমিশাপাড়া ইউপির পদিপাড়া গ্রামের সড়কের পাশে গাছের
পিছনে অনৈতিক কর্মকান্ড শুরু করে। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে
পেয়ে সন্দেহ করে তাদের ধরে উত্তম-মধ্যম দিয়ে সোনাইমুড়ী থানা পুলিশে
খবর দেয়। খবর পেয়ে সোনাইমুড়ী থানার এএসআই আল আমিন ঘটনাস্থল
থেকে তাদের উভয়কে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা
পর্যন্ত থানায় বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।
উলেখ্য, সালমান ইতিপূর্বে সেলিনা আক্তার সুমির বোনের মেয়ে
উপজেলার ছনগাও গ্রামের মনিরের মেয়ে মুনিয়া আক্তারের সাথে
অনৈতিক অবস্থায় ধরা খায়। পরে তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায়
অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।
সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ জানান, এলাকাবাসী আটক করে
তাদের উভয়কে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া
হবে।
