হিজলার কারনে অতিষ্ঠ গাজীপুরবাসী

ক্রাইম রিপোর্ট


জসিম উদ্দিন গাজীপুরঃ মানুষ সামাজিক জীব , নম্র ভদ্রতা বজায় রেখে প্রতিনিয়ত মানুষকে বিভিন্ন কাজের জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হয় । তাই, সেই জন্যই মানুষ এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে হয়। এর ধারা বাহিকতায় মানুষ জীবন যাপন করে থাকেন । কিন্তু হিজরাদের কারনে ছোট বাচ্ছা থেকে শুরু করে বৃদ্ধা মানুষটিও রেহাই পাচ্ছেনা । গাজীপুর জেলার মহানগরের জয়দেবপুর মোড় হলো প্রাণ কেন্দ্র । প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম গাজীপুর মহানগরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে । এখানে লক্ষ করা যাচ্ছে যে প্রতিদিন মানুষের কাছ থেকে মানিব্যাগ সহ ২০ থেকে ১০০ টাকা হাতিয়ে নিচ্ছে , সাধারণ মানুষের কাছ থেকে । এবং টাকা না থাকায় হিজারার দল সঙ্গবদ্ধ ভাবে মানুষকে অকথ্য ভাষায় গালাগাল সহ মারপিটের  ঘটনা ঘটে যাচ্ছে । তাই যাহাতে আর হিজারার কাছে সাধারণ মানুষকে অপমান অপদস্ত না হতে হয় , এই বিষয়ে উদ্ধর্তন কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছেন পথচারী ও গাজীপুর বাসী ।      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *