হেলাল শেখঃ
ঢাকার শিল্পাঞ্চল সাভার উপজেলার আশুলিয়ায় সরকারি খাস জমি ও নয়নজলিসহ ৮টি খাল বেদখলে থাকায় এবং ড্রেনেজ
ব্যবস্থা না করায় এলাকার শত শত শিল্পকারখানার ময়লা ও বিষাক্ত মেডিসিনের পানি রাস্তায় ফেলার কারণে পরিবেশ দূষণ
হচ্ছে, এতে এলাকার লাখ লাখ মানুষ রাস্তা-ঘাট, হাট-বাজারে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অনেকেরই অভিযোগ। জনস্বার্থে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০১৯ইং সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশুলিয়ার বাইপাইল থেকে বগাবাড়ি, ইউনিক, শিমুলতলা, জামগড়া, বেরুণ ছয়তলা, সরকার মার্কেট, নরসিংহপুর, জিরাবো, পুরাতন আশুলিয়া পর্যন্ত শত শত কারখানা ও বাসাবাড়ি রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডম ও ষ্টারলিং গ্রুপ, শারমিন গ্রুপ , আই, ডি এস, সিলভার স্টাইল এন্ড ডিজাইন লিঃসহ শত শত কারখানা। বেশিরভাগ এলাকায়
ড্রেনে পানি নিস্কাশন ব্যবস্থা নেই, অনেক এলাকায় ড্রেনই করা হয়নি, অপরিকল্পিত বাসা বাড়ি তৈরি করাসহ সরকারি নিয়মনীতির তোয়াক্কা করছে না বেশিরভাগ মানুষ। দেখা যায়, বাসা বাড়ির চেয়ে রাস্তা অনেকটা নিচু, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাটু পানি হয়ে যায়। সেই সাথে বাসা বাড়ি ও কিছু কারখানার ময়লা আবর্জনা ফেলে
রাস্তা নষ্ট করছে।

তথ্যে জানা গেছে, ১। নয়নজুলি খাল-জামগড়া থেকে আশুলিয়া তুরাগ নদী পর্যন্ত ৭ কিঃ মিঃ, ২। নলীর খাল, সাভার ক্যান্টঃ হইহে বংশাই নদী পর্যন্ত ৬ কিঃ মিঃ, ৩। ডসরতলীর খাল, ডসরতলী থেকে বারল খাল পর্যন্ত ৪কিঃ মিঃ, ৪। বারল খাল, চক্রবর্তী থেকে বংশাই নদী পর্যন্ত ৬ কিঃ মিঃ, ৫। কহুার খাল, কন্ডা থেকে সুবন্দী পর্যন্ত ৩ কিঃ মিঃ, গাজীবাড়ি খাল, নন্দনপার্ক থেকে সুবেদী পর্যন্ত ৫ কিঃ মিঃ, ভারারিয়ার খাল, শিমুলিয়া হইতে নলাম পর্যন্ত ৪ কিঃ মিঃ, গাজারিয়ার খাল, ইয়ারপুর থেকে মনসন্তোষ তুরাগ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সরকারি খাল বেশিরভাগ জায়গা বেদখলে রয়েছে।
অনেকেই খালের দু’পাশের পাড় মাটি ফেলে স্থাপনা তৈরি করে রেখেছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট একাধিকবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালালেও কোনো সুফল হয়নি।
উক্ত ব্যাপারে আবেদন করা হয়, ১, তত্ত¡াবধায়ক প্রকৌশলী, সওজ, ঢাকা সড়ক সার্কেল, এলেনবাড়ী, ঢাকা। ২, উপ-
বিভাগীয় প্রকৌশলী, সওজ, সড়ক উপ-বিভাগ কল্যাণপুর, ঢাকা।

১, ঢাকা জেলা প্রশাসক কার্যালয় (রাজস্ব শাখা)-
ফর্দ ২। নির্বাহী প্রকৌশলী সওজ ফর্দ ১। এবং বিজিএমই অফিসের অবগত করে সংযুক্ত কপি দেয়া হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গোয়েন্দা সংবাদ সোসাইটির মাধ্যমে। এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল করিম চিশতি (মেম্বার) বলেন, কিছু দুষ্টুলোক ও প্রভাবশালী ব্যক্ত্ধিসঢ়; সরকারি জায়গা জমি
এবং খাল বিল দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে ফায়দা লুটছে। এসব প্রভাবশালীদের সন্ত্রাসী দাঙ্গা বাহিনী রয়েছে। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস করেন না। এসব বাহিনীর বিরুদ্ধে থানায় একাধিক জিডি ও অভিযোগ, মামলা রয়েছে, মামলা হলেও তারা আদালত থেকে জামিনে এসে আবার সেই অপরাধমূলক কর্মকান্ড করে থাকে বলে করিম চিশতি জানান।
এ বিষয়ে “ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটি’র (সাভার উপজেলা) সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম হেলাল শেখ জানান, সরকারি খাল, বিলসহ যেকোনো সম্পদ বেদখলকারী সে যেই হোক না কেন
সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রধানমন্ত্রী বলে দিলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া সম্ভব। তাই এ ব্যাপারে সাভার ও আশুলিয়ার জনগণের ভোগান্তি থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
উক্ত ব্যাপারে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান
বলেছেন, আশুলিায়ার জনগণ ও এলাকাবাসী সবাই সহযোগিতা করলে খাল উদ্ধারসহ জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা
নিবেন তিনি। উক্ত প্রতিবেদন ধারাবাহিক ভাবে চলবে ।