সুনামগঞ্জের দিরাই নৌকাডুবির ঘটনায় শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

সারাদেশ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে নৌকাডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালিয়াকুটা হাওরের করমা বিল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। । স্থানীয় রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান ও ইউপি সদস্য কুটি মিয়া খবর নিশ্চিত করেছেন।


ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান জানান, সন্ধ্যায় একটি ইঞ্জিন চালিত ট্রলার কালিকোঠা হাওরপাড়ের পেরুয়া থেকে ৩১ জন যাত্রী নিয়ে হাওরপাড়ের মাছিমপুরে যাচ্ছিল। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মাছিমপুরের কাছাকাছি এসে ডুবে যায়। এসময় ৭ জন যাত্রী সাঁতার কেটে পাড়ে ওঠেন। এলাকাবাসী নিহত ৪ শিশুর লাশ উদ্ধার করে। এরা হলো- মাছিমপুরের বাবুল মিয়ার ছেলে শামীম মিয়া, বদরুল মিয়ার ছেলে আবির মিয়া এবং নোয়ারচরের আফজাল মিয়ার ছেলে (নাম জানা যায়নি), পেরুয়ার ফিরোজ মিয়ার ছেলে (নাম জানা যায়নি)। এদের সকলের বয়স ৬ থেকে ৮ বছর।
দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলাম
জানান, প্রচ- বৃষ্টি, হাওরে ঢেউ, দিরাই থেকে কালিকোঠা হাওরের দিকে রওয়ানা দিয়েছি। ২ জনের পরিচয় পাওয়া গেছে। এর বেশি ঘটনাস্থলে না পৌঁছে জানানো যাচ্ছে না।
স্থানীয় রফিনগর ইউপি সদস্য মো. কুটি মিয়া জানান, উদ্ধার হওয়া ৭ যাত্রী জানিয়েছেন ট্রলারে ৩১ জন ছিলেন। ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এদের সকলের বয়স ৬ থেকে ৮ বছর। ২ জন মাছিমপুরের হওয়ায় নাম পরিচয় পাওয়া গেছে। অন্য দুজনের বাবার পরিচয় পাওয়া গেছে। নাম জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *