রাহাদ হোসেন,কবিসংসদ বাংলাদেশ সদস্যঃ শ্রেষ্ঠ বাঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ ক্ণ্যা তাঁহার জন্য রইল আমাদের শ্রদ্ধার বণ্যা। তাঁহার সুশাসনের সরকার দেশ পরিচালনা করার জন্য বার বার দরকার। আমাদের মনের বাসনা দেশবাসীর মনের বাসনা।আল্লাহপাক রাব্বুল আলামীনের কাছে তাঁহার দীর্ঘ আয়ুর জন্য কামনা করি। আল্লাহর এক বান্দা নবিজীর উম্মত মোঃ আব্দুল মালেক মুন্সী বলেন, আমি বঙ্গবন্ধু ক্ণ্যা বিশ্বের ২য় মহিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায় নীতি ও আদর্শের আদেশ মেনে সারাজীবন জনতার সেবায় কাজ করে যেতে চাই। আমি জনতার কাছে সেই দোয়াই চাই। ২৮ শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু কণ্যার জন্মদিনে নেত্রীকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি আরও বলেন, আমি নারায়ণগঞ্জের সন্তান। বঙ্গবন্ধুর আদর্শে রাখতে চাই অবদান।
