বাঘায় ছিনতায়ে পৌর কমিশনার গ্রেফতার

ক্রাইম রিপোর্ট

এম ইসলাম দিলদার বাঘা,রাজশাহী।

রাজশাহীর বাঘায় নতুন মোটর সাইকেল কিনে বাড়ী ফেরার পথে র‌্যাব পরিচয় দিয়ে দুই ভাইকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায়   পৌর কমিশনারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। একই সাথে ছিনতাই হওয়া মোটর সাইকেল এবং অপহৃত দুই ভাইকে উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মর্শিদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।ভুক্তভোগিরা জানান, বৃহস্পতিবার বিকেলে বাঘার সুলতানপুর গ্রামের বাদশা আলমের দুই ছেলে রহিম (৩০) ও রুবেল (২৫) রাজশাহী থেকে দুই লাখ টাকা দিয়ে একটি নতুন এইচ পাওয়ার (১৬৫ সিসি) মোটর সাইকেল কিনে বিকেল চারটার দিকে বাড়ি ফিরছিলো। তারা উপজেলার পাকুরিয়া-সড়কঘাট পৌঁছালে ইমদাদুল হকের ছেলে পলাশ (২৫) এর নেতৃত্বে তিন যুবক ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে তাদের পথরোধ করে। তারা রুবেলের কাছে থাকা মোবাইল চেক করে তার মধ্যে অশ্লিল ছবি পাওয়ার দাবি করে। এ অপরাধে তারা দুই ভাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা করার হুমকি দেয়। এ সময় দুই ভাই র‌্যাব পরিচয়ধারীদের হাতে-পায়ে ধরলে তখন তারা নতুন মোটর সাইকেল, নগদ ৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এরপর পর দুই ভাইকে তারা পার্শ্ববর্তি মশিদপুর এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের সাথে যোগ হয় তজিমুদ্দিনের ছেলে আলী হোসেন (২২), মোশারফ হোসেনের ছেলে সবুজ (৩০) ও সাজেদুল ইসলাম (২৩) নামের আরেকজন। তারা দুই ভাইকে ওই এলাকার পৌর কমিশনার মোশরফ হোসেনের বাড়িতে নিয়ে গিয়ে আটরে রেখে মারপিট করে। রাত ৯টা পর্যন্ত তাদের আটক রেখে নগদ দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। অন্যথায় দুই ভাইকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। দুই ভাই রহিম ও রুবেল নিরুপায় হয়ে তাদের বোন মর্জিনা বেগমের কাছে মিনহাজুল ইসলাম নামে এক বিকাশ ব্যবসায়ির নম্বর (০১৭৪৪-৮২৭৭৭৭) পাঠিয়ে সেই নম্বরে ২ লাখ টাকা পাঠাতে বলে। মর্জিনা বেগম রাতেই বিষয়টি বাঘা থানায় জানায়।বাঘা থানার ওসি মোঃনজরুল ইসলাম ঘটনা জানার পরে ওই বিকাশ নম্বরে ফোন করেন। তখন বিকাশ ব্যবসায়ি মিনহাজুল ইসলাম জানান, তার দোকান রাজশাহী শহরের সাহেববাজার এলাকায়। তখন ওসি মোবাইল ট্র্যাকিং করে বাঘার বিকাশ ব্যবসায়ি মিনহাজুলকে খুঁজে বের করে। তদন্ত ওসি মোঃ আতিকুল রেজা সরকার,এসআই মোঃ লুৎফর রহমান,এসআই মোঃ সইবুর রহমানসহ ফোর্স  তার স্বীকারোক্তির ভিত্তিতে মর্শিদপুর গ্রামের  বাঘা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেনের বাড়ি থেকে ছিনতাই করা মোটর সাইকেলসহ অপহৃত দুই ভাইকে উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে নেশাগ্রস্ত অবস্থায় কমিশনার মোশারফ হোসেন, আলী হোসেন ও বিকাশ ব্যবসায়ি মিনহাজুলকে আটক করে।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃনজরুল ইসলাম জানান, মর্জিনা বেগম নামে এক নারী বৃহস্পতিবার রাতে তাঁর দুই ভাইকে মোটরসাইকেল সহ অপহরণ করা হয়েছে মর্মে ৬ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত তিনজনকে আটক করেছে। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *