শাহাদাৎ হোসেন আশুলিয়াঃ আশুলিয়ার চারাবাগ এলাকায় নতুন সড়কের উদ্বোধন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপিআজ ২৮ সেপ্টেম্বর শনিবার আশুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর কে সাথে নিয়ে আশুলিয়ার চারাবাগে নতুন একটি সড়ক উদ্বোধন করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রাহমান এমপি, এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুখ হাসান তুহিন। আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড মেম্বার হোসেন আলী মাষ্টার, আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ রুহুল আমীন মন্ডল, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম।
এছাড়াও এসময় আশুলিয়া থানা যুবলীগের সদস্য কুসুম মোল্লা,আশুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াকুব আলী, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল, আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক নূরুজ্জামান, আওয়ামীলীগ নেতা সবুজ হোসেন শিকদার এবং সাভার ও আশুলিয়ার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।সড়ক উদ্বোধন শেষে ত্রাণ প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বিশ্বের সকল রাষ্ট্র উন্নয়নের মূলমন্ত্র হলো দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা। রাষ্ট্রের সকল ক্ষেত্র থেকে দুর্নীতি নিমুর্লের মধ্যে দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।
ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত দৃঢ়তা ও সাহসের সাথে দুর্নীতি মোকাবেলার পদক্ষেপ নিয়েছেন। এতে দেশের সকল মানুষ তাকে স্বাগত জানিয়েছে। বর্তমানে দেশে কোনো সন্ত্রাস জঙ্গিবাদ নেই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছেন বলেও তিনি বলেন।
