এম ইসলাম দিলদার বাঘা,রাজশাহী।
রাজশাহীর বাঘা উপজেলা গড়গড়ী ইউনিয়নের নির্বাচন আগামী ১৪ই অক্টোবর।আওয়ামীলীগ এর নমিনেশন পেয়ে নৌকার প্রার্থী হয়েছে তরুন –উদ্বিয়মান নির্ভীক ব্যক্তিত্বসম্পুর্ণ মোঃ রবিউল ইসলাম রবি। গত ২৪ সেপ্টেম্বর থেকে প্রচারণয় শুরু করেছে প্রার্থীদের। ভোট প্রার্থনা করে দ্বারে দ্বারে ঘুরেছেন নৌকার প্রার্থী রবিউল ইসলাম ও স্বমর্থকগন সাথে নিয়ে।সকাল থেকে শুরু করে রাত-দিন এক করে মাথায় বৃস্টির পানি নিয়ে ঘুরছেন ভোটারের বাড়ী বাড়ী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বসে নেই তাদের প্রচারণায় তবে সঙ্গী পাচ্ছেন না ভোটারের কাছে যোগাযোগ করতে। সকালে বৃস্টির পানি মাতায় নিয়েই সাদা পান্জাবি পরে হাতে ছাতা নিয়েই বেড় হচ্ছেন গড়গড়ী ইউপির জনগন কেমন আছে খোজখবর নিতে। গড়গড়ী ইউনিয়নের প্রতিটি চায়ের দোকানে জমে উঠেছে নির্বাচনী আড্ডা ও চা পানের গল্পে। নৌকার প্রতীকে রবিউল ইসলাম রবি প্রচারণায় প্রতি রাস্তার মোড়ে মোড়ে নির্বাচনী ব্যানার,ফেসস্টোন আর পোস্টারে ভরপুর হয়েছে। উপজেলার গড়গড়ী ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটের মাঠ দখলে রাখতেই চলছে চেয়ারম্যান,সংরক্ষিত আসনের সদস্য ও সাধারন সদস্য প্রার্থীদের বিরামহীন প্রচারনা। সরেরহাট,বেংগাড়ী,শিমুলতলী,চানপুর, সুলতানপুর ভোটারের পছন্দ এই তরুন নেতা রবিউল কেই। ইউনিয়নের গ্রামগুলির সড়ক গুলোতে মিছিল ও শোডাউন করে প্রার্থীদের শক্তিমত্তার জানান দিচ্ছেন তারা। নৌকার প্রার্থী মোঃ রবিউল ইসলাম রবি অর্থনৈতিক স্বচ্ছল মানুষ হিসাবে সবার কাছে পরিস্কার ব্যক্তিত্ব সম্পুর্ণ পরিচিত হয়েছেন। গড়গড়ী ইউনিয়নের আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এর দায়িত্বে আছেন রবিউল ইসলাম। বেংগাড়ীর প্রভাষক মোঃআনিছুর রহমান বলেন, গড়গড়ী ইউনিয়নে তার সুস্ঠ্য নেতৃত্বকে সবার আস্থার প্রতীক হয়েছে।গড়গড়ীর সকল গ্রামের মানুষ দীর্ঘ ১৭ বছর পরে ভোট দিতে পারবেন আসন্ন নির্বাচনে।এলাকাবাসীর দাবী আর অন্যকেহ নয়, রবিউল হোক নৌকার মাঝি।তিনি আরও বলেন,নৌকার প্রার্থী রবি হবে আগামীর গড়গড়ী ইউপি চেয়ারম্যান। বেংগাড়ী,চাদপুর,সুলতানপুরে খন্ড খন্ড মিছিল ও শো-ডাউন করেছেন নৌকারপ্রার্থী ও তার সমর্থকরা। দুপুরের পর গড়গড়ী ইউনিয়ন জুড়ে শুরু হয় নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে মাইকিং।
উঠান বৈঠকের পাশাপশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন নৌকার কর্মী-সমর্থকরা। নবীন প্রবীন রবিউলের নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারনায় ভোটের মাঠ হয়ে উঠেছে সরগরম। প্রথমবারের মতো গড়গড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী হয়েছেন মোঃ রবিউল ইসলাম রবি (নৌকা)। ভোটের প্রচারনায় অবিরাম ছুটে চলেছেন নবীন এই প্রার্থী।