চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলায় ৫৭ বোতল ফেনসিডিলসহ পুলিশ মাদকবাবসায়ী আটক ।

ক্রাইম রিপোর্ট

মুন্না শাহ্ চুয়াডাঙ্গা প্রতিনিধি .
চুয়াডাঙ্গা জেলার রাজাপুর সীমান্ত বি জি বি সূত্রে জানা গেছে । এক পুলিশ মাদকবাবসায়ী ও একজন মাদক বিক্রেতা আটক করা হয়েছে ।
বি জি বি জানাই তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শিংনগর মৃত মকসেদ আলীর ছেলে ( রফিকুল ) তার নিজ বাড়িতে ফেনসিডিল বিক্রয় করা হচ্ছে । একজন পুলিশ মাদকবাবসায়ীর কাছে । ঠিক ঐ সময় বি জি বি সদস্যরা ঐ খানে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে রফিকুল ৫০
ইসলামের বাড়িতে ও পুলিশ সদস্য ৪০ এবং ৫৭ বোতল ফেনসিডিল সহ আটক করেছে বি জি বি সদস্য । পুলিশ সদস্য সম্পর্কে জানতে চাইলে জানাই । মেহেরপুর জেলার পৌর শহরের ঈদগাহ পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে । সে বর্তমানে খুলনা মেট্রোপলিটন কম’রত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *