চুয়াডাঙ্গা জেলার দশ’নায় ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক দুর্ঘটনায় নিহত ১

সারাদেশ

মোঃ মুন্না শাহ্ চুয়াডাঙ্গা প্রতিনিধি    সকাল ১০ ঘটিকার সময় রজঃ রবিবার ঘটনা স্থল থেকে জানা যায় যে,দশ’না – দামুডহুদা মেইন সড়কে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে এই দুর্ঘটনায় ২ জন মারাত্মক আহত হয়েছে । তাদের দামুডহুদা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । কিন্তু দুক্ষের বিষয় পুরুষ লোকটি মারা যায় । কিন্তু তার পরিচয় এখনো মেলেনি লাশ হাসপাতালে  আছে ।

আরেকটি মেয়ে তার নামঃসাদিয়া  জয়রামপুর
সঠিক ঠিকানা এখানো পাওয়া যায় নি । সে গুরুতর আহত তার অবস্থা আশঙ্কাজনক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *