মোঃ মুন্না শাহ্ চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার মাথাভাঙগা নদীর উপর সেতু নির্মাণের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলার ১ আসনের মাননীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়াদদার সেলুন । সেতু নির্মাণের খরচ ধরা হয়েছে ২৩ কোটি টাকা ;১৪০ মিটার দৈঘ্য এবং ১২২৫ মিটার প্রস্থ । এবং তৈরী হতে সময় লাগবে ২ বৎসর । উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নিবা’হী প্রকৌশলী শওকত আহাম্মেদ ও সংশ্লিষ্ট কম’কতা’রা ও স্থানীয় নেতা কমীর্রাও ।
