মোঃ মুন্না শাহ্ চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা
জেলার জীবন নগর থানা পুলিশ সূত্রে জানাগেছে । ২জন ইয়াবা ব্যবসায়ী আটক করেছে
পুলিশ । গ্রেফতারকৃতরা হল জীবনগর থানা এলাকায় নতুন তেঁতুলিয়া গ্রামের মৃত
ইউসুফ আলীর ছেলে মিলন হোসেন (২০)ও আরেক জন হল একই উপজেলার বাঁকা ঘোষ পাড়ার
আব্দুর রহিমের ছেলে আব্দুল আওয়াল (২৮) জীবনগর থানার সেকেণ্ড অফিসার্স
নাহিরুল ইসলামের নেতৃত্বে এ এস আই হাবীব ও নূর হোসেন সঙ্গীয় ফোস’ নিয়ে গোপন
সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে জীবনগর থানা এলাকায়
বাঁকা ব্রিকফিলড এলাকায় অভিযান চালিয়ে তাদের ২ জনকে গ্রেফতার করে । এবং দেহ
তল্লাশি করে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ ।
