শুধু ক্যাসিনো নয়,অন্যায় করলেই তাকে শাস্তি পেতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান —-

জাতীয়

গাজীপুর প্রতিনিধিঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ
হাসিনা দেশকে যে পর্যায়ে নিয়ে গেছেন, তা ধরে রাখতে হলে অবশ্যই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আর সুশাসন প্রতিষ্ঠার পথে যেই অন্যায় করবে- দল, রাজনীতি ও সমাজকে ঊর্ধ্বে রেখে তাকেই আইনের আওতায় আনা হবে।
মন্ত্রী সকালে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমীতে ৩৫ ও ৩৬তম বিসিএস আনসার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, গড ফাদার বলে কিছুই নেই, অপরাধ করলেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সেই কাজটিই করছি। এ ছাড়া শুধু ক্যাসিনোতে অভিযান নয়, যারা অবৈধ ব্যবসা এবং অপরাধমূলক কাজ করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্ধসঢ়;্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে এম আসিফ ইকবাল,
উপ-মহাপরিচালক (আনসার-ভিডিপি একাডেমি) নিমাই কুমার দাস, উপ- মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোঃ কামাল মামুন, উপ-মহাপরিচালক (অপারেশনস) মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ মাহবুদ্দিন ও উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ ও ঢাকা মহানগর আনসার) মোঃ ফিরোজ খান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুরসহ উর্ধতন কর্মকর্তাগন। এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নার পিপিএমসহ উর্ধতন কর্মকর্তাগন।
এর আগে সফিপুর বাংলাদেশ আনসার (ভিডিপি) একাডেমির এমপি
প্যারেড মাঠে রবিবার সকালে প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্ধসঢ়;্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি উপস্থিত হলে সেখানে বাহিনীর
মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ
কায়কোবাদ,এনডিসি,পিএসসি,জি, অতিরিক্ত মহাপরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল,উপ-মহাপরিচালক (আনসার- ভিডিপি-একাডেমি) নিমাই কুমারদাসসহ উর্দ্ধতন কর্মকর্তারা প্রধান অতিথিকে স্বাগত জানান।

এর পর প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটি
সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। পরে শ্রেষ্ঠ ড্রিল, শ্রেষ্ঠ
ফায়ারার ও চৌকস হিসেব তিনজন কৃতি প্রশিক্ষণার্থী কর্মকর্তার
মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *