জসিম উদ্দিন শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা মায়ের দোয়া ওয়ার্কসপ দোকান থেকে দুইটি মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা যায় ।২৯ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে সকাল আনুমানিক ১০ টার সময় মায়ের দোয়া ওয়ার্কসপ থেকে দুইটি মোবাইল, পাশাপাশি ওয়ার্কসপের মিস্ত্রি রাব্বী মিয়া চুরি করে নিয়ে যায় ।
রাব্বী মিয়া দীর্ঘ দেড় বছর ওই ওয়ার্কসপে কাজ করতো বলে জানান তার সহযোগী ইয়াসিন মিয়া ।মোবাইল ফোনের মালিক ১/ শাহিন মিয়া ২/ আনিসুর রহমান, তারা এই প্রতিবেদক কে জানান আজ রবিবার সকাল অনুমান ১০ টার সময় দোকানে মোবাইল রেখে কাজ করতে ছিলাম কিছু সময় পর, মোবাইল দুইটি আর খোজে পাইতেছিনা ,অনেক খোজাখোজির পর দেখি রাব্বী নামের ছেলেটা ওয়ার্কসপ থেকে পালিয়ে গেছে।শ্যামসাং এ ৫০ মডেলের মোবাইল শাহিনের এবং শ্যামসাং এ ২০ মডেলের মোবাইল আনিসুর রহমানের ।
