শ্রীপুরপ্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে বিদ্যুৎ নতুন লাইনের সংযোগে ব্যাপক অর্থ কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে এলাকাবাসীর কাছ থেকে জানা যায় প্রথমে বিদ্যুৎ নতুন সংযোগের জন্য ৩৭ জন ব্যাক্তির নামে একটি ড্রয়িং করা হয়। স্টার্নিংসিট ময়মনসিংহ PBS 02, সিট 07 of 19. ১২/১০/১৭ ইং। পরে হঠাৎ ড্রয়িং পরিবর্তন করে মাত্র ১৪ জন ব্যাক্তির নামে নতুন করে বিদ্যুৎ লাইনের জন্য ড্রয়িং করা হয় । জানা যায়, নিজমাওনা গ্রামের (পশ্চিম অংশ) মোঃ হযরত আলীর পুত্র মোঃ কামাল, মোঃ জামাল এবং আক্কেল আলীর পুত্র মোঃ আমজাদ আলী গং দালাল চক্র মিলে বিদ্যুৎ আনার জন্য কাজ শুরু করে। জানা যায়, এই দালাল চাক্রের মূল হোতা মোঃ কামাল ক্যাশিয়ার মোঃ আমজাদ আলী এবং সহযোগী হিসাবে কাজ করে মোঃ জামাল । নতুন ড্রয়িং এর ১৪ জনের প্রত্যের কাছ থেকে ৬ হাজার থেকে ৮ হাজার টাকা করে নেয়ার প্রমান পাওয়া গেছে। আর বাদ পরা ২৩ জন গ্রাহককে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। অসহায়, দরিদ্র এই ২৩ জন গ্রাহক দালাল চক্রকে ঘোষ না দেয়ার সাহসী সিদ্ধান্ত গ্রহন করে। এই গরীব মানুষগুলো শুনেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষকে বিনাটাকায় বিদ্যুৎ দিচ্ছেন। টাকা না দেয়ার কারণে দালাল চক্র ক্ষিপ্র হয়ে ২৩ জন গ্রাহককে মূল সিট থেকে বাদ দিয়ে বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ শুরু করে। এবিষয়ে আমজাদ এর নিকট জানাতে চাওয়া হলে তিনি বলেন, উনারা টাকা দেয় নাই তাই লাইন পাইনাই। যারা বিদ্যুৎ লাইন পেয়েছ তারা কি ভাবে পেল? জবাব দেয় টাকার বিনিময়ে। টাকাগুলো কে নিয়েছে? জবাবে আমজাদ বলে, সমস্ত টাকা কামাল নিয়েছে। এলাকাবাসী এই কামাল চক্র দূর্নীতিবাজদের বিচার দাবী করে বলেন, উর্দ্ধোতন কর্তৃপক্ষ যেন অনতিবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহন করেন। আরো বলেন, ইতি পূর্বে এই এলাকায় যেসব মিটার নেমেছে সেখানে লক্ষ লক্ষ টাকার দূর্নীতি হয়েছে । দেখার যেন কেউ নেই
