আজিজুর রহমান আযম: লক্ষ্মীপুরে নাগরিক সংবর্ধনা পেলেন বিদায় পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন ও নবাগত পুলিশ সুপার (এসপি) ড. এ এইচ এম কামরুজ্জামান।
শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরী টাউন হলে এ সংবর্ধনার আয়োজন করে।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক নূর উদ্দিন চৌধুরী নয়নের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ক্রিয়া-বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান প্রমুখ।
আজিজুর রহমান আযম
