অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রাম
ডিজিটাল সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষে,
কুড়িগ্রামের রৌমারীতে মোনাস ইউনিভার্সিটি ও অক্সফামের
সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) ডিয়ার প্রকল্পের
বাস্তবায়নে উপজেলার ৫টি গ্রামের ৫টি সিবিওর মাঝে ট্যাব
বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে রৌমারী উপজেলা ব্রাঞ্চ অফিস ট্রেনিং
কক্ষে এ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা অধিদপ্তরের
কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা
এনামুল হক, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম
সুজা, গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা সমন্বয়ক মনির হোসেন,
ডিয়ার প্রকল্পের ট্রেনিং এসিস্টেন্ট নাছিমা আক্তার প্রমূখ।
এসময় উপজেলার নামাপাড়া চাঁদের আলো সিবিও, বাইসপাড়া
সূর্যমুখী সিবিও, বাঘমারা আপন উদ্দ্যোগ সিবিও, দক্ষিণ
বন্দবেড় ফুটন্ত গেলাপ সিবিও ও ফলুয়ারচর সোনার বাংলা সিবিওকে
একটি করে মোট পাঁচটি ডিজিটাল ডিভাইস ট্যাব বিতরণ
করা হয়।
