মোঃ মুন্না শাহ্ চুয়াডাঙ্গা প্রতিনিধি
আদালত সূত্রে জানা গেছে সোমবার ৩০
সেপটেম্বর চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করে ।
এবং পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয় । মামলার বিবরণ সূত্রে জানা যায় । সাজাপ্রাপ্ত আসামি রাকিব হোসেন জীবন নগর উপজেলার ধোপাখালী গ্রামের আব্দুর রহমান এর ছেলে । সে ২০১৯ সালের ২৭ ফেব্রয়ারী সকালে রাকিব হোসেন সাইকেল যোগে জীবন নগর উপজেলার সীমান্তের দিকে গোয়াল পাড়া দিয়ে স্বর্ণ পাচার করে নিয়ে যাচ্ছিলো । এই সময় 58 বিজিবি গয়েশপুর বিওপির একটি টহল দল রাকিব কে আটক করে । এবং তার কাছ থেকে দুই পায়ের ভিতরে লুকিয়ে রাখা ১ কেজি সাড়ে ৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করে । এই বিষয়ে রাতেই বিজিবি গয়েশপুর বিওপির নায়েক সুবেদার আব্দুস সাত্তার বাদী হয়ে জীবন নগর থানায় একটি মামলা দায়ের করেন । এবং এই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে ।
