এম ইসলাম দিলদার
আজ মঙ্গলবার(১.১০.১৯) নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকায় সকাল ১১টায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর এক কর্মীসভা অনুস্ঠিত হয়।লালপুর উপজেলার পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের সার্ভিসেলের উদ্দোগে এই কর্মীসভার সভাপতিত্ব করেন অত্র সার্ভিসেলের সিনিয়র কর্মকর্তা মোঃফেরদৌস ওয়াহেদ। উক্ত কর্মীসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সম্মানীত পি ডি মোঃ মহসিন কামাল।তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন,আমরা কোম্পানির কর্মকর্তা নয় আমরা গ্রাহকের সেবাদান কারী কর্মী।আমরা আপনারা সবাই গ্রাহকের কাছে সর্বদা সত্য কথা ও সঠিক উপস্থাপন করবো। নিজের চিন্তাধারা পরিস্কার করে কোম্পানীর কাজ করবেন।এই পপুলার লাইফ বীমা কোম্পানীতে যত বেশী শ্রম দিবেন তত বেশী আয় করতে পারবেন।কখনোই কোন প্রকার খারাপ চিন্তা করবেন না।একজন গ্রহক পলিসি (বীমা) করবে আপনার উপস্থাপনার ফলে।আপনি কোম্পানি সম্পর্কে এবং কোম্পানির সকল পলিসি সম্পর্কে সঠিক জেনেনিন, তার পরে গ্রাহককে দাওয়াত দেন পলিসি বা বীমা করার জন্য।একজন নতুন গ্রাহকের সাথে নিয়মিত যোগাযোগ করবেন।তিনি আরও বলেন,নতুন বেকার ছেলে-মেয়েদের পপুলার লাইফ কোম্পানীতে নিয়োগ দেন,নিয়োগ দিয়ে কাজ করার প্রশিক্ষন দিয়ে সহযোগিতা করুন।লালপুর পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ সার্ভিসেলের কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চাদ,মোঃকিসমত আলী,মোঃআমজাদ হোসেন,এম ইসলাম দিলদার প্রমুখ।