সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী’র রাষ্ট্রীয় মর্যাদা দাফন

জাতীয়

অন্তর আহম্মেদ ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় তাকে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর তার লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এ সময় সেখানে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল জব্বার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বুধবার বিকেল ৩টায় সময় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবন উপজেলার মামুরিয়া গ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *