শাহাদৎ সাভার প্রতিনিধি: তগতির ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারের স্বামী কাজী সেলিমুর রহমান নিহত হয়েছেন। সংঘর্ষে প্রাইভেটকারে থাকা খালেদা আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
বুধবার (২ অক্টোবর) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজিত কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাভারগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে গিয়ে বিপরীত দিকে থাকা ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে একজন মারা যান ও আহত অবস্থায় একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান তিনি।