রফিকুল ইসলাম শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের কার্যকরী পরিষদের গঠন তন্ত্রে দলের নবযাত্রায় নেতৃত্ব বেগবান ও শক্তিশালী করার লক্ষে জনাব মোঃ শহিদুল ইসলাম জনপ্রিয়তার শীর্ষেে অবস্থান করছেন। এ তথ্য অত্র ইউনিয়নেেের সর্বসাধারনে নিকট থেকে জনজরিপ করে সকালের বাংলা সংগ্রহ করেছে।১১তম জাতীয় সংসদ নির্বাচনে ৩ আসনের এম,পি, জননেতা ইকবাল হোসেন সবুজকে বিজয়ী করার লক্ষ্যে মোঃ শহিদুল ইসলাম গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করে দিন রাত পরিশ্রম করে নিজেকে জনসাধারণের মাঝে বিলিয়ে দিয়ে সর্বোচ্চ ভোট এম,পি, ইকবাল হোসেন সবুজকে উপহার দিতে পেরেছিলেন। সেই প্রেক্ষাপট এখনো জনগণ ও নেতা কর্মী মনে লালন করে যাচ্ছে। জনাব মোঃশহিদুল ইসলামের নেতৃত্বে সততা, নিষ্ঠা এবং মানুষের প্রতি অগাধ ভালবাসা থাকার কারণেে মোঃ শহিদুল ইসলাম জনপ্রিয়তার শীর্ষেে অবস্থান করছেন। তাই প্রাণ প্রিয় যুবসমাজের অহংকার জনাব মোঃ শহিদুল ইসলামকে অত্র ইউনিয়নের জনগণ সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চায়।
