আধুনিক ও সমৃদ্ধ জামালপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে পঞ্চ-বার্ষিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

জাতীয়

এস এম হোসাইন আছাদ, জামালপুর ॥ আধুনিক ও সমৃদ্ধ জামালপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে পঞ্চ-বার্ষিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিগপাইতের খুপিবাড়িতে ছইম উদ্দিন হাফিজিয়া ও কিন্ডারগার্টেন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভার আয়োজন করে জামালপুর সদর আসনের সাংসদ মোজাফ্ফর হোসেন।
জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপির সভাপতিত্বে ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ, সাবেক অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন প্রমুখ। 
বক্তারা জামালপুর সদর উপজেলার বিভিন্ন সমস্যা নিরসনে করনীয় ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক/চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *