এফডিসিতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারী তথ্য মন্ত্রীরঃ

সারাদেশ


এম. ইউছুফ, চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) তে যে অনিয়ম হয়েছে তা আর চলতে দেওয়া যাবে না। সব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৫ অক্টোবর) চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে আয়োজিত বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে সাংবাদিক আবুল মোমেন। তথ্যমন্ত্রী বলেন, এফডিসিতে যে সব যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে সেটি চালানোর জন্য কোনো প্রশিক্ষণ নেই। আবার কিছু কিছু যন্ত্রের ‘পার্টস মিসিং’ হয়ে গেছে। ফলে যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে সব অনিয়মের ঘটনা ঘটছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। কিছু কিছু অনিয়ম চিহ্নিতও হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগের মতো অনিয়ম চলতে দেওয়া যাবে না। তিনি আরো বলেন, এফডিসিতে নতুন ভবন নির্মাণের জন্য প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার নির্মাণ কাজ খুব দ্রুত শুরু হবে। সেখানে সিনেপ্লেক্স থাকবে। সমস্ত আধুনিক সুযোগ সুবিধা থাকবে। সাংবাদিক কামরুল হাসান বাদলের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।সেমিনারে আরো বক্তব্য দেন সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, আরটিভির সিইও আশিক রহমান, কবি ও সাংবাদিক ওমর কায়সার।অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা এফডিসি কর্তৃপক্ষের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অমিতাভ রেজা বলেন, সরকার চলচ্চিত্রের জন্য প্রচুর পরিমাণে টাকা বিনিয়োগ করছে। কিন্তু মাঝখানের কিছু ‘চোর-ছ্যাচড়ার’ কারণে আমাদের চলচ্চিত্র এগোচ্ছে না। টাকা মেরে দেওয়া হচ্ছে।এখন সরকার নানা জায়গায় দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করছে। আমরা চাই সিনেমা হল গুলোর দিকেও বিষয়টি আসুক।’ তিনি বলেন, ছবি বানাতে সরকারি অনুদানের জন্য আবেদন করেছিলাম। একজন বললো ৫ লাখ টাকা লাগবে। এভাবে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন সম্ভব?‘সরকারের অনুদান পাওয়া ছবিগুলো কেনো সফলতার মুখ দেখছে না? এতো অনুদান পাওয়া ছবিগুলো এখন কোথায়? এসব নিয়ে আমাদেরকে  ভাবতে হবে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *