মোঃ মুন্না শাহ্ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা
জেলার সদর থানার আকন্দবাড়ীয়া বটতলা বাজারের জনাব মোঃ মাসুদ রানা (৩৬)
এর মোল্লা ড্রাগ হাউজের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এক পুরুষ
মাদকব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয় রাব তার কাছ থেকে উদ্ধার করেছে ২১৯
বোতল ফেনসিডিল । এই মাদকবিরোধী অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন অভিযান
ভিত্তিতে সিপিসি-২ র্যাব- ৬এর চৌকস দল,কোম্পানী কমাণ্ডার,অতিরিক্ত পুলিশ
সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমাণ্ডার,সিনিয়র এএসপি বজলুর রশীদ এর
নেতৃত্বে ০৩/১০/১৯ , গতরাতঃ-১২;৩০ সময় এই অভিযান পরিচালনা করা হয় । এবং এক
পুরুষ মাদকব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয় । মাদকব্যবসায়ীর নামঃমোঃ কামাল
হোসেন (৩০),পিতা মোঃ মনির হোসেন,সাং-রাজাপুর,থানাঃ জীবননগর ;
জেলাঃচুয়াডাঙ্গা ।
