হিলি প্রতিনিধি:
আসন্ন দুর্গা পূঁজা উপলক্ষে হিলি স্থলবন্দর ৫ই অক্টোবর শনিবার থেকে
১১ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ঘোষনা করা হয়েছে।
ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের স্থানীয়
ব্যবসায়ীরা যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বাংলাহিলি কাষ্টমস
সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান
লিটন জানান। ফলে এ কয়দিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে
সকল প্রকার পণ্য আমদানি ও রফতানি বন্ধ থাকবে।
তবে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অশিত
কুমার শ্যানাল জানায়, ব্যবসায়ীদের পক্ষ থেকে বন্দরে ৭ দিনের ছুটি
ঘোষনা করা হলেও পূজা উপলক্ষে সরকার ঘোষিত ছুটি ছাড়া বন্দরের
কার্যক্রম চালু থাকবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানায়, দুর্গা পূজা
উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ছুটি ঘোষনা করা হলেও ইমিগ্রেশন
চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। পুঁজার
দিনেও চালু থাকবে ইমিগ্রেশনের কার্যক্রম।
