এম ইসলাম দিলদারবাঘা প্রতিনিধি, রাজশাহী।
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউপিসহ বাজুবাঘা,পাকুড়িয়া ও মনিগ্রাম ইউপিতে নির্বাচন আগামী ১৪ই অক্টোবর। তারই প্রচারণায় শুক্রবার বিকেলে গড়গড়ী ইউনিয়নে নৌকার রবিউলের প্রচারণায় ও নির্বাচনে জয়যুক্ত করার লক্ষ্যে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মীসভায় উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃআসাদুজ্জামান আসাদ,যুগ্ন সম্পাদক এ্যাডঃলায়েব উদ্দীন লাভলু চেয়ারম্যান বাঘা উপজেলা পরিষদ,বাঘা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও চকরাজাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল আযম,সাধারণ সম্পাদক মোঃআশরাফুল ইসলাম বাবুল,মাসুদ রানা তিলু,মোঃ রোকনুজ্জামান রিন্টু,বাঘা পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু,,ড়গড়ী ইউনিয়ন ভারপাপ্ত সভাপতি নজরুল ইসলাম, সধারণ সম্পাদক মোঃআনিছুর রহমান (প্রভাষক) ও আওয়ামীলীগের উপজেলার সকল সংগঠনের নেতা-নেতৃবৃন্দ। আরও উপস্থিত হয়েছিল হাজার হাজার নৌকা প্রেমিক রবিউলের সমর্থক গড়গড়ী ইউপির সরেরহাট,কুমারপাড়া,বেংগাড়ী,শিমুলতলী,চানপুর,সুলতানপুর,খানপুর এলাকার ভোটারগন।গড়গড়ী ইউনিয়ক কর্তৃক আযোজিত কর্মীসভার প্রধান অতিথি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃআসাদুজ্জামান আসাদ বলেন,নৌকার প্রার্থী রবিউল ইসলাম রবির নির্বাচনী বিজয়ী করা জন্য সকল নেতা ও কর্মীদের এক হয়ে প্রচার-প্ররোচনার কাজের আহ্বান জনান।গড়গড়ী ইউপি নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থী রবিউল ইসলাম রবির সাথে থেকে ভোটারের বাড়ী বাড়ীগিয়ে ভোট চাইতে ও এলাকার উন্নয়নে জন্য কাজ করতে বলেন।
