মোঃ মুন্না শাহ্ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়( ৫৮) বিজিবি সদস্য ২ জন মাদকব্যবসায়ী কে আটক করেছে । আটককৃত হল জীবন নগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গহেশ পুর গ্রামের নবী চৌধুরীর ছেলে, জসিম উদ্দীন (৩৫) আরেক জন হল বেনীকপুর বৃত্তি পাড়া গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে,ইক্তাবুল (৩৫) খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি ) সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান তিনি সাংবাদিকদের বলেন গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে পৃথক দুটি অভিযানে দুই মাদকব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয় ।

খালিশপুর ব্যাটালিয়ন (৫৮) অধীনস্থ কুসুমপুর বিওপির সদস্য শনিবার দিবাগত রাতে সাড়ে ৭ টার দিকে 61/9 এস হতে আনুমানিক ২ শ গজ বাংলাদেশের ভিতরে উপজেলার বৃত্তি পাড়ার গ্রামের ফকির মাহমুদের মেহগনি বাগানে ইক্তাবুল (৩৬) বোতল ফেনসিডিলসহ এবং কাটার সাড়াশি সহ আটক হয় । একই রাতে ২ টার দিকে গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার 68/1 এস পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভিতরে উপজেলার গয়েশপুর পশ্চিম পাড়া বড় মসজিদ পাশ থেকে জসিম উদ্দীন কে ৯ বোতল ফেনসিডিল সহ আটক করেছে বিজিবি।