জামালপুর প্রতিনিধি ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, আজকে দেশ গভীর সংকটে নিপতিত। বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলায় কারাগারে বন্দি করে রেখেছেন। তিনি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন ৭৫ বছরের বয়স্ক একজন অসুস্থ নারী। এরকম একজন নারীকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তিনি বলেন, আজকে বাংলাদেশ ক্যাসিনোতে লুট হয়ে যাচ্ছে, ব্যাংক লুট হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরাপত্তার অভাবে বাংলাদেশে আসতে পারছেন না। ইতিমধ্যে তারেক রহমান নতুন করে দল পুনর্গঠন করার উদ্যোগ গ্রহন করেছেন। যে কমিটিতে কোন ফাক-ফোকর থাকবে না। অর্থাৎ কমিটি বাণিজ্য নিয়ে যে আমরা কথা শুনতে পায় সে কথা আর শোনা যাবে না।
বিএনপিনেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে আধুনিকভাবে দল গঠন করা হচ্ছে। আমাদের নেতৃবৃন্দকে সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী তাঁতী দল জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামালপুর জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিসুর রহমান লুলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রাজীব ও অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ। মতিবিনিময় সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
