এম. ইউছুফ, চট্টগ্রাম প্রতিনিধিঃ
কাস্টমসের রাজস্ব কর্মকর্তাদের সই নকল করে পণ্য খালাস করে নিয়ে যাওয়ার সময় তিনটি ট্রাক আটক করা হয়। ভুয়া বিল অব এন্ট্রি দেখিয়ে বন্দর থেকে পণ্য খালাস কালে চট্টগ্রাম বন্দরে তিন ট্রাক জিপি শিটের একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস। গতকাল রবিবার সন্ধ্যায় আটক করা হয়েছে জিপি শিটের এই চালান। কাস্টম হাউসের কর্মকর্তারা জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পণ্যভর্তি তিনটি ট্রাক আটক করেন। পরে ট্রাকগুলোকে বন্দরের নিরাপত্তা হেফাজতে দেন। বর্তমানে ট্রাক তিনটি বন্দরের এবি শেডের সামনে রাখা হয়। ট্রাকগুলোর নম্বর হচ্ছে, ঢাকামেট্রো ট-২২৭৪২৮, ফেনী ট- ১১০৮০৩, ফেনী ট-১১০৭৮৮। বন্দর ও কাস্টম সূত্রে জানা যায়, ঢাকার আমানুল্লাহ আয়রন ট্রেডার্সের নামে জাপানের ৪৩ হাজার ৩০ কেজি জিপি শিট বন্দরে আসে। চট্টগ্রামের চৌমুহনীর স্ট্যান্ডার্ড ফ্রেইট চালানটি খালাসের দায়িত্বে ছিল। তিন কনটেইনারে আসা চালানটি খালাসের জন্য একটি বিল অব এন্ট্রি দাখিল করা হয়। পরে তা দেখিয়ে তিনটি ট্রাকে পণ্য বোঝাই করা হয়। এতে ৩ হাজার কেজি পণ্য দেখানো হয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, চালানটি যাতে কেউ খালাস নিতে না পারে সেজন্য সিস্টেমে লক করে দেয়া হয়েছে। চালানটি অবৈধ উপায়ে খালাসের চেষ্টার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে, রাজস্ব ফাঁকি দিতে ৪০ হাজার কেজি পণ্য কম দেখানো হয়েছে কিনা, বন্দর ও কাস্টম হাউসের কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কিনা, আমদানিকারক ও সিএন্ডএফ প্রতিষ্ঠানের অতীত রেকর্ডের মতো কিনা বিষয়গুলো ।
