শাহাদাৎ হোসেন আশুলিয়া
ঢাকার অদূরে আশুলিয়ায় পূজা মণ্ডপে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । রোববার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে বেরণ তেতুলতলা এলাকার শ্রী শ্রী জয় দুর্গা মন্দীরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সনাতন ধর্মাবালম্বীদের শারদীয় দুর্গাপূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা চলাকালে কথিত যুবলীগ নেতা উজ্জল ভুইয়ার ম্যানেজার তুলার, নেতৃত্বে ৩০/৩৫ জন সন্ত্রাসী নেশাগ্রস্থ ও মদ্যপ অবস্থায় লোহার রড, লাঠিসহ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে এ হামলা চালায় এবং পূজারত মেয়েদের শ্লীলতাহানির চেষ্টা করে।
এ সময় সন্ত্রাসীদের বেধরক মারপিটে আহত হন, আনন্দ সরকারের ছেলে সবুজ সরকার, নিরঞ্জন সরকারের ছেলে সুজন সরকার, রামা সরকারের ছেলে সাগর সরকার, পূজা কমটির সভাপতি নারায়ন চন্দ্র সরকার এবং সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার।
একপর্যায়ে স্থানীয় সনাতন সমাজের উপস্থিত অন্যান্যরা একত্রিত হয়ে ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে রাত বারোটার দিকে আলোচিত যুবলীগ নেতা উজ্জল ভূইয়া মোটরসাইকেল বহর নিয়ে ফের পূজামন্ডপে যায় এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ও তাঁর ডিস ব্যবসার ম্যানেজার তুলাকে ধাওয়া দেয়ায় ক্ষোভ প্রকাশ করে।
এ ব্যাপারে পূজা উদযাপন কমটির সভাপতি নারায়ন চন্দ্র সরকার বলেন, রাতে পূজা মণ্ডপে উজ্জল ভূইয়ার লোকজনের হামলার ঘটনা নিয়ে স্থানীয় চেয়াম্যান-মেম্বারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গদের জানানো হয়েছে। তারা বসে এ বিষয়টি নিয়ে শালিশ বৈঠক করবেন বলে আশ্বাস দিয়েছেন।
তবে বিগত সময়ে পূজা চলাকালীন পুলিশ পাহারা জোরদার থাকলেও এবছর এ এলাকায় শুধু আনসার পাহারা থাকায় সন্ত্রাসীরা আস্কারা পেয়েছে বলেও অনেকে মন্তব্য করেছেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক দিপু বলেন, আমি তাৎক্ষণিক ঘটানাস্থল পরিদর্শন করেছি, পূজা কমটির সভাপতি এবং ইউপি চেয়াম্যানের সাথে কথা বলেছি। ওখানে এমন কোনো ঘটনা ঘটেনি।