বাঘায় মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের গন-সংবর্ধনা অনুষ্ঠিত।

রাজনীতি

ইসলাম দিলদার
বাঘা প্রতিনিধি, রাজশাহী।

রাজশাহীর বাঘা উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত সোমবার (৭.১০.১৯)বিকেল ৫ ঘটিকায় বাস ট্রারমিনাল চত্তরে নতুন কমিটির গন-সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের গত ৪ অক্টোবরের নির্বাচনে নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব হোসেন চৌধরী নির্বাচিত হন।বাঘা উপজেলা কমিটির সদস্য মোঃআলতাফ হোসেন উক্ত গন সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেওলাত করা হয়।নতুন কমিটির নির্বাচিত সদস্য গন পরিচিত হন উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্যগনের সাথে।বাঘা উপজেলা মটরশ্রমিক ইউনিয়নের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন নব নির্বাচিত জেলা কমিটির সভাপতি ও সম্পাদক কে।নতুন কমিটির নির্বাচিত সভাপতি মোঃজাহাঙ্গীর হোসেন তার মূূল্যবান বক্তব্যে বলেন,আমি নির্বাচনের আগে যে সব ওয়াদা করেছি তা অক্ষরে অক্ষরে পূর্ণ করা হবে,আমাকে আপনারা সহযোগিতা করবেন।নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন,তারা আমার ভাই,আপনারা আমার পাশে থেকে রাজশাহী কমিটিকে সঠিক ভাবে পরিচলনা করার জন্য সহযোগিতা করুন।রাজশাহী জেলা মটর শ্রমিকের জন্য সকল প্রকার সুযোগ সঠিক ভাবে প্রতিটি শ্রমিক পাবে,এতে আমি কারও ভুল তথ্যতে পথ ভুষ্ট হব না। তিনি আরও বলেন,আমরা  সকল মটর শ্রমিক কেউ মাদক গ্রহন করব না,ড্রাইভিং লাইসেন্স না থাকলে করে নিব অবশ্যই।উপত্থিক সকলকেই সালাম দিয়ে দোয়া কামনা করে বক্তব্য শেষ করেন নব নির্বাচিত জেলা শ্রমিকের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *