চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় মাথায় লোহার পাত পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের নাম রবিউল ইসলাম (২১) সে জামালপুরের ইসলামপুর এলাকার হায়াত ফকিরের ছেলে। রোববার (৬ অক্টোবর) মধ্যরাতে ভাটিয়ারির এইচ এম শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।সীতাকুণ্ড থানা সুত্রে জানা যায়, ইয়ার্ডটিতে রবিউল কাটারম্যানের দায়িত্বে ছিলেন। কাজ করার সময় লোহার পাত পড়ে গুরুত্বর আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানায় সীতাকুণ্ড থানা পুলিশ।
