জসিম উদ্দিন, সোনাইমুড়ী ( নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে সন্ত্রাসী ছেলের মিথ্যা মামলা, হামলা ও হত্যার হুমকি থেকে
বাঁচতে বৃদ্ধ পিতা-মাতা সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে
উপজেলার উত্তর অম্বরনগর গ্রামের বৃদ্ধ আহম্মদ উল্যা (৭০) ও তার স্ত্রী টুনি বেগম (৫৫)
সোনাইমুড়ী প্রেস ক্লাব এসে লিখিত বক্তব্যে জানান, উপজেলার উত্তর অম্বরনগর গ্রামে
বৃদ্ধ আহম্মদ উল্যার এক ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী রয়েছে। তিনি বিগত ২০১০ সালে মেয়ে ও
স্ত্রীকে কোন সম্পত্তি না দিয়ে ছেলে মোস্তফাকে ২১৮৩নং হেবা দলিলে ২৭ শতাংশ জায়গা
রেজেষ্ট্রি করে দেন। এই সম্পত্তির মালিক হয়ে ছেলে তাকে বাড়ী থেকে তায়িয়ে দেওয়ায়
বিগত ২০১৪ সালে মাননীয় সিনিয়ন সহকারী জজ আদালত বেগমগঞ্জ আদালতে ছেলের
বিরুদ্ধে দলিল বাতিলের একটি দেওয়ানী মামলা করেন। যার নং-৩৬০/২০১৪ইং। এই মামলায়
বিজ্ঞ আদালত বিগত ২৯ নভেম্বর ২০১৮ইং তারিখে এক আদেশে দলিলটি বাতিল করেন।
আহাম্মদ উল্যা সাংবাদিকদের জানান, তিনি অতি কষ্টে এই সম্পত্তি ক্রয় করেছেন। ছেলে
তাকে লালন-পালন করবে মর্মে অঙ্গীকার করে ২৭ শতাংশ সম্পত্তি দলিল করে নিয়েছিল। পরে সে
ভরণ পোষণ না দেওয়ায় ও বাড়ী থেকে তাড়িয়ে দেয়ায় সে আদালতে মামলা করলে দলিলটি
বাতিল হয়। সম্পত্তির মালিক এখন তিনি। এ নিয়ে ছেলে মোস্তফা তাকে কয়েকবার মারধর,
তার স্ত্রীকে মেরে হাত ভেঙ্গে দেওয়া সহ হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে। উল্টো তার
ছেলে তার বিরুদ্ধে কোটে ও থানায় বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে একাধিক মালমা
করেছেন। যার কারনে সেও তার স্ত্রী সন্ত্রাসী ছেলের ভয়ে অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছেন।
এই ঘটনায় ছেলের মিথ্যা মামলায়, হামলা ও হত্যার হুমকি থেকে পরিত্রান পেতে তিনি
প্রসাশনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।