মিছিল-সমাবেশজামালপুর প্রতিনিধি ॥
ছাত্রলীগ কর্তৃক বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বুধবার সকালে এ কর্মসুচির আয়োজন করে জামালপুর জেলা ছাত্রদল। এ উপলক্ষে সকাল সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল পরবর্তি জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমজাদ হোসেন, আনিছুর রহমান বিপ্লব, ফিরুজ মিয়া, রফিকুল ইসলাম রফিক, শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মানিক, ইমরান কায়সার, এম সাকিল শুভ, রোকনুজ্জামান রুকন ও রাকিবুল ইসলাম হীরা প্রমুখ। বক্তারা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
