মোহাম্মদ মুন্না শাহ চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আদিবাসী গতকাল শুভ বিজয় দশমীর দিন কুমারী মেয়েকে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে ও মুখে রং লাগানো কে কেন্দ্র করে ছুরিকাঘাতে এ ঘটনা ঘটে জানা গেছে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ের দিন কুমারী মেয়েকে সিঁদুর দেওয়া এবং মুখে রং দেওয়া নিষিদ্ধ করে বলা ছিল তা জানা সত্ত্বেও আদিবাসী পাড়ার নির্মলের ছেলে সঞ্জয় একই পাড়ার ছোট মনির এর মেয়ের মুখে রং লাগিয়ে দেওয়া মা দেখে ফেলে এবং সঞ্জয় কে বারণ করে বারণ করাতে মেয়েটির মাকে চড় মেরে দেয় সঞ্জয় এবং পরবর্তীতে সন্ধ্যা ছয়টার দিকে বাঘাডাঙ্গা সড়কের পাশে প্রতিমা বিসর্জনের সময় ওই মেয়েটির রং লাগিয়ে দিয়ে পুনরায় আবার ধাক্কা মারে গায় সঞ্জয় বিষয়টি তার মা আবার প্রতিবাদ করায় আবার সঞ্জয় মেয়েটির মার মুখে পুনরায় থাপ্পর মেরে দেয় সঞ্জয় এ বিষয়টি তার ভাই দেখে ফেলে পরান পরান সঞ্জয় কে ছুরিকাঘাত এবং লাথি কিল-ঘুষি মারে এবং আরেকটি ছেলে পিতার নাম মির্জা ফখরুল মোল্লা হীরাকে চর থাপ্পর ও মারাত্মক জখমের সৃষ্টি করে এরপর তাদেরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয